স্টাফ রিপোর্টার: ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা, পিএফ, গ্রাচ্যুইটি শতভাগ সরকারের রাজস্ব তহবিল থেকে প্রদানসহ পেনশন প্রথা চালুকরণ-একদফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এ সমাবেশ শুরু হয়। চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা পৌরসভা, আলমডাঙ্গা, জীবননগর ও দর্শনা পৌরসভাসহ বাংলাদেশের ৩২৭ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ সমাবেশে অংশগ্রহণ করেন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ। বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. সিরাজুল ইসলাম, মহাসচিব ম্যাব’র (বাংলাদেশ মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন) আব্দুল বাতেন, বাংলাদেশ পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক আসাদ হোসেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল বানেত মোল্যা। বক্তারা বলেন, পৌরসভা একটি সেবামূলক প্রতিষ্ঠান। নাগরিক সেবা প্রদানই পৌরসভার কাজ। এ কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী প্রতিকুল পরিবেশের মধ্যেই রাতদিন শ্রম দিয়ে জীবনের মূল্যবান সময় ব্যয় করছে। কিন্তু মাসের পর মাস বেতন না পেয়ে পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে জীবন যাপন করছে। রিক্তহস্তে চাকরি জীবন শেষ হচ্ছে অনেকের। চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করলেও পাওনা অর্থ পেতে বিলম্ব হয়। পরিবারের সদস্যরা অসহায় অবস্থায় ঘুরতে থাকে। দুঃসহ এই মর্মান্তিক অবস্থা থেকে মুক্তি পেতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণকে সরকারি কোষাগার থেকে বেতন ভাতাসহ অবসরকালীন সুবিধা পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানানো হয়। ইতোপূর্বে সরকারি কর্মকর্তা-কর্মচারীগণের সাথে পৌরসভার বেতন বৈষম্য থাকায় সেই সময় তা বিবেচনায় নিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেতন বৈষম্য দূর করেন। প্রকৌশলী আয়ুব আলীর নেতৃত্বে চুয়াডাঙ্গা পৌরসভা থেকে প্রায় ৬০ জনের প্রতিনিধি দল মহাসমাবেশে যোগদান করেন।