দামুড়হুদায় ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
দামুড়হুদা প্রতিনিধি: ‘মুক্তির মূলমন্ত্র-ইসলামী শাষনতন্ত্র’ এ স্লোগানকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ দামুড়হুদা উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দামুড়হুদা উপজেলা অডিটোরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ দামুড়হুদা উপজেলা শাখার সভাপতি এনামুল কবির জিপসীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি চুয়াডাঙ্গা-২ আসনের দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাসানুজ্জামান সজিব। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সহসভাপতি রুহুল আমিন সোহেল, সেক্রেটারি ডা. জিনারুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি আলিমুজ্জামান, সাংগঠনিক সম্পাদক তুষার ইমরান, সহসাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ, অর্থ সম্পাদক মাও. সাইফুল ইসলাম ও প্রশিক্ষন সম্পাদক মাও. হারুন-উর-রশিদ। উপস্থিত ছিলেন ছাত্র আন্দোলন, যুব আন্দোলন ও শ্রমিক আন্দোলনের জেলা-উপজেলার নেতৃবৃন্দ। দিনব্যাপী সম্মেলন শেষে এনামুল কবির জিপসীকে সভাপতি, আব্দুল মজিদকে সেক্রেটারি এবং মহাসিন আলীকে সাংগঠনিক সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট দামুড়হুদা উপজেলা কমিটি ঘোষণা করা হয়।