বাড়াদী প্রতিনিধি: আলমডাঙ্গার আঠারোখাদায় পানিতে ডুবে আলামিন নামের ৪ বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। দীর্ঘসময় আলামিন বাড়িতে না আসায় খোঁজাখুঁজি করতে থাকে মা নাছরিন। শিশু আলামিনের মা নাছরিন জানান, সকাল ১১টায় বাড়ি থেকে ভাত খেয়ে টায়ার নিয়ে বের হয়। অনেক সময় ধরে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি করতে থাকি। এমন সময় খবর আসে আলামিনের লাশ পাওয়া গেছে জামালের পুকুরে। জামাল জানান, পুকুরে মাঝে মধ্যে জাল দিয়ে মাছ ধরা হয়। আজও (গতকাল) মাছ ধরতে গিয়ে দেখি জালের সাথে আলামিনের লাশ উঠে আসছে। দেখার পর সবাইকে ডাকাডাকি করে তাকে পানি থেকে তুলে দ্রুত হাসপাতালের উদ্দেশে রওনা দিলেও রাস্তার মধ্যে বিষয়টি নিশ্চিত হই আলামিন আর বেঁচে নেই। এদিকে বিষয়টি দ্রুত গ্রামে ছড়িয়ে পড়লে একনজর আলামিনকে দেখার জন্য সবাই ছুটে আসে। হাজারও মানুষের উপস্থিতিতে জানাজার নামাজ শেষে বেলা ৪টায় আঠারোখাদার কবরস্থানে দাফন সম্পন্ন হয়। আলামিনের মৃত্যুতে পরিবারসহ গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।