গাংনী প্রতিনিধি: আজ বৃহস্পতিবার মেহেরপুর গাংনী উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গাংনী ও বামন্দী উপকেন্দ্র (সাব স্টেশন) বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ।
মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির গাংনী জোনাল অফিসের জুনিয়র ইঞ্জি: মির্জা খায়রুল হাসান বলেন, গাংনী উপজেলায় সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। একই দিনে রক্ষণাবেক্ষণের কাজ করা হবে গাংনী ও বামন্দী উপকেন্দ্রের (সাব স্টেশন)। প্রতি বছর একবার উপকেন্দ্রের পাওয়ার ট্রান্সফরমারে তেল পরিবর্তন, নাট-বোল্ট পরীক্ষা ও মেরামত করা হয়ে থাকে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের স্বার্থে একাজের প্রয়োজন হয় বলেও জানান তিনি। বিদ্যুৎ সরবরাহ বন্ধের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে সর্ব সাধারণের সহযোগিতা কামনা করেছেন কর্তৃপক্ষ।