স্টাফ রিপোর্টার: মহেশখালীতে বিমানবাহিনীর দুইটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান সংঘর্ষের পর বিধ্বস্ত হয়েছে। একটি বিমানে আকাশেই আগুন ধরে যায়। তবে বিমান দু’টির চার পাইলট অক্ষত রয়েছেন। এর মধ্যে একটি বিমান মহেশখালীর পুটিবিলার ইয়ার মোহাম্মদপাড়ার আব্দুল কাদেরের রান্নাঘরে পড়ে। অপর বিমানটি ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাগোনা কম্বনিয়া পাহাড়ি এলাকার একটি পানের বরজের ওপর বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়া স্থান দু’টির মধ্যে গড়ে ৫ কিলোমিটার দূরত্বের পার্থক্য রয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার আগেই দুই বিমানের ৪জন পাইলট নিরাপদে অবতরণ করেছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) নিশ্চিত করেছে। খবর পেয়ে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, মেডিকেল টিম, ফায়ার সার্ভিসের দল, পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
সূত্র জানায়, দুই বিমান বিধ্বস্ত হওয়ার ৫০ মিনিট আগে চট্টগ্রামের বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়ন করে। উড্ডয়ন করার পর বিমান দুটি রাডারের নিয়ন্ত্রণে ছিলো। ৫০ মিনিট পরে বিমান দুটির সাথে রাডারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুই বিমানে পাইলট ছিলেন গ্রুপ ক্যাপ্টেন শরীফ মোস্তফা, উইং কমান্ডার আজিম, উইং কমান্ডার রাজিব ও স্কোয়াড্রন লিডার মনির হোসেন। রাশিয়ার তৈরি এ যুদ্ধ বিমান দুইটি দুই বছর আগে বাংলাদেশ বিমান বাহিনীতে প্রশিক্ষণের জন্য যুক্ত হয়। উল্লেখ্য, দুই মাস আগে কক্সবাজারে ইয়াক-১৩০ মডেলের আরও একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছিলো।