৩০ হাজার টাকা নিয়ে চম্পট প্রতারক : অন্যের টাকায় বাড়ি ফিরলেন বারেক শেখ

আলমডাঙ্গায় এসে প্রতারণার শিকার ঢাকা মুন্সিগঞ্জের খামার ব্যবসায়ী

ভ্রাম্যমাণ প্রতিনিধি: আলমডাঙ্গায় এসে এক প্রতারকের খপ্পরে পড়ে সব খুইয়ে অন্যের সাহায্যে বাড়ি ফিরলেন মুন্সিগঞ্জ জেলার এক খামারী মালিক বারেক শেখ।
প্রতারিত বারেক শেখ জানান, সে মুন্সিগঞ্জ জেলার টুঙ্গিবাড়ি উপজেলার আড়েমুন্না গ্রামের মৃত হাফিজ উদ্দীন শেখের ছেলে। বাড়িতে তার দুধের গরু ও মুরগির ফার্ম রয়েছে। সেই ফার্মে গত ৬ বছর ধরে আলমডাঙ্গার কালিদাসপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে সিরাজ (২৮) কাজ করতো। তার কৃষি জমিতে আরও কিছু শ্রমিক লাগবে একথা সিরাজকে জানালে সিরাজ তাকে বলে তার এলাকা থেকে শ্রমিক নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। সেই প্রস্তাব অনুযায়ী তিনি সিরাজের সাথে করে গত সোমবার রাতের ট্রেনে আলমডাঙ্গার উদ্দেশে রওনা দেন। সিরাজ তাকে কৌশলে আলমডাঙ্গা স্টেশনে না নামিয়ে রাত আনুমানিক ৩টায় চুয়াডাঙ্গা স্টেশনে নামায়। ফজরের নামাজের সময় হলে তিনি তার সাথে থাকা ব্যাগ সিরাজের কাছে রেখে স্টেশনের সামনের মসজিদে নামাজ পড়তে যায়। নামাজ শেষে ফিরে এসে সিরাজকে না পেয়ে খোঁজাখুঁজি করে পাননি। সিরাজ তার ব্যাগ নিয়ে স্টেশন থেকে লাপাত্তা হয়ে যায়। তিনি বলেন তার ব্যাগের ভেতর মোবাইল ও ৩০ হাজার টাকা ছিলো। চুয়াডাঙ্গা রেল স্টেশনের লোকজনের সহায়তায় তিনি সিরাজকে খুঁজে বের করতে অন্য ট্রেন ধরে আলমডাঙ্গায় আসেন। বেলা ১২টায় আলমডাঙ্গা শহরের হাফিজ মোড়ে এসে তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয় জনগণ তাকে সুস্থ করে ঘটনার বিস্তারিত জানতে পারেন। তার দেয়া তথ্য মতে প্রতারক সিরাজকে কেউ শনাক্ত করতে না পারলে পুষ্টি কোম্পানির এরিয়া ম্যানেজারের আর্থিক সহায়তায় তিনি নিজ বাড়ি মুন্সিগঞ্জ উদ্দেশে চলে যান।