মিন্টুকে চুয়াডাঙ্গায় ফেরত : দিনভর মৃত্যু গুজব

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শহর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই ওহিদুল ইসলামের ঘাড়ে কোপ মেরে হাতে নাতে ধরাপড়া ফার্মপাড়ার মাদক স¤্রাট মিন্টুকে রাজশাহী থেকে ফেরত আনা হয়েছে। গতরাতে তাকে চুয়াডাঙ্গা সদর থানা কাস্টডিতে নেয়ার আগে শহর জুড়েই ছিলো তার মৃত্যুর গুজব। অপরদিকে এসআই ওহিদুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আশঙ্কামুক্ত হলেও সুস্থ হতে বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকতে হবে।
দারোগা ওহিদুল ইসলামের ওপর হামলা চালিয়ে তাকে রক্তাক্ত জখম করার বিষয়ে ও অস্ত্র-শস্ত্র নিয়ে অবস্থান বিষয়ে দুটি মামলা রুজু করা হয়েছে। মামলায় মিন্টুসহ ৮ জনের নাম উল্লেখ করে আরো ৮-১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এএসআই নূর হোসেন বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় এ মামলা দায়ের করেন। হামলার শিকার এসআইকে গতপরশু রাতে ঢাকায় নেয়া হয়। গতকাল ভোরে ভর্তি করা হয়। চিকিৎসা চলছে। ঘটনার পর পুলিশের হাতে ধরাপড়া মিন্টুকে আহত অবস্থায় রাজশাহী নেয়া হয়। রাজশাহী মেডিকেলে নেয়ার পর তার চিকিৎসা দিয়ে চুয়াডাঙ্গায় ফিরিয়ে নেয়া হয়।
কয়েকদিন ধরে চুয়াডাঙ্গা ফার্মপাড়া, হকপাড়া ও দক্ষিণ গোরস্থানপাড়ার দু’দল যুবকের মধ্যে মাদকের ঘাটিগুলোর টাকা আদায়ে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিলো। এর মধ্যে রেলকোয়ার্টারের কর্তৃত্ব নিয়ে দু’গ্রুপের মধ্যে বিরোধের মাত্রা তুঙ্গে ওঠে। পরপর তিন জনকে কুপিয়ে জখম করা হয়। পাল্টা হামলায় একটি চা দোকানসহ হকপাড়ার ওসমানের বাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। এরই একপর্যায়ে গতপরশু সোমবার রাত ৯টার দিকে শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফার্মপাড়া কদমতলায় গেলে তার ঘাড়ে কোপ মারে সেখানে অবস্থানরত একদল দুর্বৃত্ত।