কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে কয়লা বোঝায় ট্রাকের নিচে পড়ে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় কালীগঞ্জ পৌরসভার শিবনগর গ্রামের ইট ভাটা নামকস্থানে কয়লাবাহী (ঢাকা মেট্রো-ট-১৬৩৬৯৩) নং ট্রাকের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী বালিয়াডাঙ্গার ন্যাশনাল প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক আশাদুল ইসলাম আশা (৩৭) নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, কয়লা বোঝায় ট্রাকটি হেলপার দিয়ে চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ট্রাকের নিচে পড়ে মারাত্বক আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থা মারাত্বক হওয়ায় জরুরি বিভাগের চিকিৎসক ডা. অরুন কুমার দাস যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। যশোর নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত আশাদুল ইসলাম আশা কালীগঞ্জ উপজেলার মধুপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। কালীগঞ্জ থানার এএসআই আবুল কালাম আজাদ ঘটনা নিশ্চিত করে জানান, যশোর থেকে লাশ এখনো আসেনি আর আমি ট্রাকের কাছে আছি মাল আনলোড হচ্ছে তারপর ঘাতক ট্রাকটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবো।