ঝিনাইদহের কালীগঞ্জে অগ্নিকাণ্ডে কৃষকের ৩ বিঘা আখ ক্ষেত পুড়ে ছাই

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ রায়গ্রাম ইউনিয়নের খামার মুন্দিয়া গ্রামের মাঠে ৩ বিঘা আখ ক্ষেত পুড়ে ছাই হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে কালীগঞ্জ উপজেলার খামার মুন্দিয়া গ্রামের রেললাইনের ধারে আখ চাষি আ. খালেক ও আ. কাদের শেখের ৩ বিঘা আখ ক্ষেতে আগুন লাগে। আগুন দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষতিগ্রস্ত আখ চাষিরা জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এসময় ক্ষতিগ্রস্ত আখ চাষিদের আখ ক্ষেত পরিদর্শন করেন, ৭নং রায়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন অপু।

Leave a comment