কালীগঞ্জে নির্মাণাধীন প্রকৃতি মেডিকপস হাসপাতাল পরিদর্শন করলেন জাপানি ব্যবসায়ী

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহরে কালীগঞ্জে নির্মাণাধীন প্রকৃতি মেডিকপস হাসপাতাল পরিদর্শন করেছেন জাপানি ব্যবসায়ী সিগেকি কাকুতানী। গতকাল মঙ্গলবার সকালে তিনি কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়া গ্রামে নির্মাণাধীন এ হাসপাতালের কাজ পরিদর্শন করেন এবং হাসপাতালের শেয়ার হোল্ডারদের সাথে মিটিং করেন। এসময় বাংলাদেশের প্রথম সমবায় ভিত্তিক হাসপাতালের সদস্যরা নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে জানান এবং হাসপাতালে তাকে অংশিদার হওয়ার জন্য অনুরোধ করেন। তার সাথে ছিলেন বাংলাদেশের আরেকজন ব্যবসায়ী সোয়েব আমিন, প্রকৃতি মেডিকপস হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি অ্যাড. শফিউল আলম লুলু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, কমিটির সদস্য আনোয়ার হোসেন প্রমুখ। জাপানি ব্যবসায়ী সিগেকি কাকুতানী কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলার ২টি বেসরকারি ক্লিনিক পরিদর্শন করেন।
উল্লেখ্য, ঝিনাইদহের কালীগঞ্জের বলিদাপাড়া গ্রামে শেয়ার ভিত্তিতে একটি আধুনিক মানের হাসপাতাল তৈরি করা হচ্ছে। যেটা বাংলাদেশের প্রথম কোনো শেয়ার ভিত্তিক হাসপাতাল। এ হাসপাতালে প্রায় ৩ শতাধিক মানুষের টাকায় তৈরি করা হচ্ছে। বাংলাদেশ সমবায় অধিদফতরের নিবন্ধনকৃত প্রকৃতি স্বাস্থ্য সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালনায় এটির নির্মাণ কাজ গত নভেম্বর মাসে উদ্বোধন করেন জাপানের একজন চিকিৎসক।