একটি সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন চাই

চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময়সভায় খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা

স্টাফ রিপোর্টার: খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোস্তফা ফারুক বলেছেন ‘একটি সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন চাই। এর জন্য যা যা করার দরকার আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তা করবেন। আপনারা যদি কোনো ধরনের কোনো অনিয়ম অনুভব করেন আমাদেরকে জানাবেন। আপনাদের ওপর কোনো চাপ আসলেও জানাবেন। রাত ১২টার পর নির্বাচনে টাকার খেলা চলবে না। রেজিস্ট্রেশন বিহীন কোনো মোটরসাইকেল চলাচল করতে পারবে না। নির্বাচনে কোনো ধরনের আচরণ বিধি ভঙ্গ করা যাবে না।’ গতকাল মঙ্গলবার জেলা নির্বাচন কার্যালয়ে অনুষ্ঠিত ভোটকেন্দ্রে নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোস্তফা ফারুক এসব মন্তব্য করেছেন।
আগামীকাল বৃহস্পতিবার জীবননগর উপজেলার উথলী, কেডিকে, মনোহরপুর, চুয়াডাঙ্গা পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলর এবং দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউপির ২নং ওয়ার্ড সাধারণ আসনের পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। চুয়াডাঙ্গা জেলা নির্বাচন কর্মকর্তা (চলতি দায়িত্ব) রাজু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) খোন্দকার ফরহাদ আহমেদ ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) কলিমুল্লাহসহ বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।