মাথাভাঙ্গা মনিটর: অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের সর্বশেষ আসরে বাংলাদেশ সেমিফাইনালে খেলে। আগের আসরে অল্পের জন্য ফাইনালে খেলতে না পারা দলটি ১২ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডে শুরু হতে যাওয়া বিশ্বকাপের ফাইনালে খেলবে সেই প্রত্যাশাই করছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।
যুব বিশ্বকাপে অংশ নিতে গত সোমবার মধ্যরাতে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে গত সোমবার মিরপুরে আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নেন তরুণ ক্রিকেটাররা। যুবাদের এই বিশ্বকাপ যাত্রায় অনুপ্রেরণা দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের প্রত্যাশা কী? এমন প্রশ্নের জবাবে জাতীয় দলের ‘টেকনিক্যাল ডিরেক্টর’ সুজন যুগান্তর অনলাইনকে বলেন, ‘গত বছর আমরা আমাদের হোম কন্ডিশনে খেলে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিলাম। এবার আমরা সেটা বিট করে ফাইনালে খেলতে চাই। তবে আমি এই যুবাদের ওপর কোন প্রেশার দিতে চাই না। আমি চাই তারা স্বাধীনভাবে ক্রিকেট খেলুক।’