দর্শনা আফিস: দর্শনা আইসি পুলিশ মাদকবিরোধী আভিযান চালিয়ে ফেনসিডিলসহ পাঠানপাড়ার সুজন নামের অভিযুক্ত এক মাদককারবারিকে গ্রেফতার করেছে। সুজনের বিরুদ্ধে থানায় দায়ের করা হয়েছে মামলা। গতকাল সোমবার সন্ধ্যায় দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শোনিত কুমার গায়েনের নেতৃত্বে এসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা পাঠানপাড়ায়। পুলিশ বলেছে, পাঠানপাড়ার সাগর মিয়ার ছেলে সুজনকে (২২) গ্রেফতার করে তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৭ বোতল ফেনসিডিল। এ ঘটনায় এসআই জাহাঙ্গীর আলম বাদি হয়ে গতকালই রাতে সুজনের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন।