চুয়াডাঙ্গা বড়শলুয়া কলেজের প্রভাষক বিলালকে পিটিয়ে আহত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রভাষক বিলাল হোসাইনকে (৩১) পিটিয়ে আহত করা হয়েছে। তিনি চুয়াডাঙ্গা জেলা সদরের তিতুদহ ইউনিয়নের গহেরপুর মাঝেরপাড়ার মৃত চাঁদ আলী মন্ডলের ছেলে। গতকাল সকালে একই এলাকার মৃত আনছার আলী ওরফে হেদায়েতের ছেলে ঝন্টুসহ কয়েকজন মিলে কোদালের আছাড়ি দিয়ে পিটিয়ে তাকে আহত করেছে বলে জানা গেছে। আহত বিলাল হোসাইন অভিযোগ করে বলেন, গতপরশু রোববার রাত ৯টার দিকে গহেরপুর-গড়াইটুপি সড়কের মাঝামাঝি স্থানে ছিনতাইয়ের ঘটনা ঘটলে তিনি ও বড়শলুয়া কলেজের কয়েকজন ছাত্র মিলে অন্যান্য আলমসাধু থামিয়ে তাদের কাছে ছিনতাইকারি চিনতে পেরেছে কি-না জিজ্ঞাসা করলে তাতে ঝন্টুর সম্মানে আঘাত লাগে। এ নিয়ে ঝন্টুর সাথে বিলাল হোসাইনের কথা কাটাকাটি হয়। গতকাল সোমবার সকাল ৭টার দিকে বিলাল হোসাইন ফজরের নামাজ আদায় করে গহেরপুর মসজিদের সামনে হাটাহাটি করছিলেন। একপর্যায়ে ঝন্টু ও তার সাথে থাকা কয়েকজন মিলে তাকে কোদালের আছাড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত আহত করে পালিয়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন বিলাল হোসাইনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

Leave a comment