চুয়াডাঙ্গা জেলা সাহিত্য পরিষদের ৪০ বছর পূর্তি উপলক্ষে এপার বাংলা-ওপার বাংলা সাহিত্য সম্মেলন সফল করার লক্ষ্যে প্রচারাভিযান

দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা সাহিত্য পরিষদের ৪০ বছর পূর্তি উপলক্ষে এপার বাংলা-ওপার বাংলা সাহিত্য সম্মেলন-১৭ সফল করার লক্ষ্যে প্রচারাভিযানে নেমেছেন জেলা সাহিত্য পরিষদের নেতৃবৃন্দ। প্রচারাভিযানের অংশ হিসেবে গতকাল সোমবার জেলা সাহিত্য পরিষদের সভাপতি তৌহিদ হোসেনের নেতৃত্বে সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক আনছার আলী, অর্থ-সম্পাদক আদিল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কবি গোলাম কবির মুকুল, গ্রন্থ্যকারিক সম্পাদক হোসেন জাকির, লোকসাহিত্য সম্পাদক জাহাঙ্গীর আলম, নির্বাহী সদস্য রিচার্ড রহমান এ ৮ সদস্যের প্রতিনিধিদল দামুড়হুদা, দর্শনা, আলমডাঙ্গাসহ জেলার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন। জেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জানান, আগামী ১৯ ও ২০ জানুয়ারি চুয়াডাঙ্গা জেলা সাহিত্য পরিষদের ৪০ বছর পূর্তি উপলক্ষে এপার বাংলা-ওপার বাংলা সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর। এছাড়া ভারতের আসাম, ত্রীপুরাসহ এ দেশের ৬৪ জেলার খ্যাতিনামা কবি-সাহিত্যিকবৃন্দ উপস্থিত থাকবেন বলেও জানিয়েছেন তিনি।