গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন হরেন্দ্র নাথ সরকার (পিপিএম)। গতকাল সোমবার সন্ধ্যায় গাংনী থানায় নবাগত ওসিকে বরণ ও বিদায়ী ওসি আনোয়ার হোসেনকে বিদায়ী শুভেচ্ছা জানিয়েছেন পরিদর্শক (ওসি তদন্ত) কাফরুজ্জামান ও অফিসারবৃন্দ।
আনোয়ার হোসেনের বদলি হয়েছে নড়াইল জেলায়। গতকালই তিনি নড়াইলের উদ্দেশে রওনা দিয়েছেন। দেড় বছর ধরে তিনি গাংনী থানায় সুনামের সাথে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের ২৩ জুন তিনি গাংনী থানায় যোগদান করেছিলেন।
হরেন্দ্র নাথ সরকার (পিপিএম) গাংনী থানায় যোগদানের আগে ঝিনাইদহ সদর থানায় ওসি হিসেবে কর্মরত ছিলেন। ১৯৯১ সালে তিনি পুলিশ বাহিনীতে উপপরিদর্শক (সাব ইন্সপেক্টর) হিসেবে যোগদান করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ অনার্স এমএ এলএলবি সম্পন্ন করেন হরেন্দ্র নাথ সরকার (পিপিএম)। ২০০৭ সালে পরিদর্শক (ওসি) হিসেবে পদোন্নতি পেয়ে বিভিন্ন থানায় সুনামের সাথেই দায়িত্ব পালন করে আসছেন। আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ খুলনার কয়রা থানা থেকে ২০১৫ সালে প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) লাভ করেন। জন্ম সাতক্ষীরা জেলার আশাশুনীতে। দাম্পত্য জীবনে দু’ছেলের জনক। তার স্ত্রী একজন আইনজীবী (অ্যাড.)। সরকার ও পুলিশ বাহিনীর চাওয়া সন্ত্রাস ও মাদক নির্মূলে অগ্রাধিকার দিয়েই মাঠে নামার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে গাংনীর সব শ্রেণি পেশার মানুষের সহযোগিতা কামনা করেন নবাগত ওসি।