মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগরে শীতকালীন বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেলে মুজিবনগর কমপ্লেক্স মাঠে বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া সমিতির আয়োজনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা একাডেমি সুপারভাইজার হাসনাইন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলামের। উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন প্রধান শিক্ষক কেয়ামত আলী, সহকারী প্রধান শিক্ষক আলিফ হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক আব্দুল খালেক।