দামুড়হুদার ভগিরথপুর চক্রবাকের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: দামুড়হুদার ভগিরথপুর চক্রবাক সংঘের উদ্যেগে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল ৪টার দিকে নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় যে ২টি দল অংশগ্রহণ। চক্রবাক সংঘের ফাইভ স্টার একাদশ ও ইয়াং স্টার একাদশ। ৪ -১ গোলে ইয়াং স্টার একাদশকে হারিয়ে ফাইভ স্টার একাদশ জয়লাভ। ফাইভ স্টারের হয়ে গোল করেন, রাজিব হাসান, মো. শরিফ, আজাদ হোসন, ছাবির হাসান সজিব।