আলমডাঙ্গা ব্যুরো: ডিবি পুলিশ পরিচয় দিয়ে অভিনব কৌশলে আলমডাঙ্গা রেলস্টেশনের নিকট থেকে ইজিবাইক নিয়ে পালিয়ে গেছে অজ্ঞাত প্রতারক।
জানা গেছে, আলমডাঙ্গার মুন্সিগঞ্জ দক্ষিণ গোবিন্দপুরের মৃত সাবদার শেখের ছেলে মতিয়ার শেখ ইজিবাইক চালক। তিনি গত শনিবার মুন্সিগঞ্জ বাজারে ইজিবাইক নিয়ে যাত্রীর অপেক্ষায় ছিলেন। সে সময় ১ ব্যক্তি নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে আলমডাঙ্গা থানায় যাওয়ার কন্ট্রাক করে তার ইজিবাইকে উঠেন। ইজিবাইক পথিমধ্যে আলমডাঙ্গা বাসটামির্নালে পৌঁছানোর আগেই অজ্ঞাত আরেকজনের সাথে কথা বলেন ইজিবাইক থামিয়ে। সে সময় ডিবি পুলিশ পরিচয়দানকারী ব্যক্তি অজ্ঞাত লোকটিকে জানায় যে, তার আত্মীয় অ্যাক্সিডেন্ট করেছে। তিনি থানা থেকে এখনই ফিরবেন। এরপর ইজিবাইক আলমডাঙ্গা রেলস্টেশনের নিকটে আন্ডারগ্রাউন্ড রোডের পাশে পৌঁছুলে ডিবি পুলিশ পরিচয়দানকারী ব্যক্তি ইজিবাইক থামাতে বলেন। তিনি ইজিবাইক চালককে বলেন, ওই ব্যক্তির আত্মীয় অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন। তাকে তুমি গিয়ে একটু ডেকে নিয়ে এসো। আমি ইজিবাইকে বসলাম। ইজিবাইক চালক অজ্ঞাত লোকটিকে ডাকতে গিয়ে সেখানে কাউকে খুঁজে পাইনি। ফিরে গিয়ে আর ইজিবাইক ও ডিবি পুলিশ পরিচয়দানকারী ব্যক্তিকেও খুঁজে পায়নি। গতপরশু শনিবার দিনরাত খুঁজেও সন্ধান পাননি ইজিবাইকটির। অবশেষে গতকাল সোমবার আলমডাঙ্গা থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ করলেন প্রতারিত ইজিবাইক চালক মতিয়ার শেখ।