জীবননগরে এসবিএসি ব্যাংকের ৬৩তম শাখার উদ্বোধন

সকলের সহযোগিতায় এগিয়ে যাওয়ার প্রত্যয়
জীবননগর ব্যুরো: জীবননগরে আরও একটি নতুন ব্যাংকের শাখা উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের ৬৩তম শাখার উদ্বোধন করা হয়। শহরের তরফদার নিউ মার্কেটে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এসবিএসি ব্যাংক শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ইঞ্জিনিয়ার মোকলেসুর রহমান।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্র্তূজা ও ব্যাংকের শাখা ব্যবস্থাপক শেখ আবুল ফারা সোহেল ।
প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোকলেসুর রহমান তার বক্তব্যে বলেন, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক নতুন ব্যাংক হিসেবে জীবননগরে তার যাত্রা শুরু করলো। ব্যাংকটি অত্র এলাকার আর্থ-সামাজিক ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে কাজ করে যাবে। সকলের সহযোগিতায় ব্যাংকটি তার কাক্সিক্ষত লক্ষ্যে এগিয়ে যাবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। প্রধান অতিথি ব্যাংকের সকল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এ অঞ্চলের সকলের সহযোগিতা কামনা করেন। শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে ব্যাংকের কার্যক্রম উদ্বোধন করেন।