স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে বিভিন্ন মহল থেকে অভিনন্দিত করার ধারা অব্যাহত রয়েছে। গতকাল রোববার চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল-আমিনকে চুয়াডাঙ্গা পৌর মেয়র, এফবিসিসিআই, চেম্বার অব কমার্স চুয়াডাঙ্গা, বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখা, চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে ফুল দিয়ে অভিনন্দিত করা হয়। সন্ধ্যায় সময়ের সমীকরণ দফতরে দুটি কমিটির নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে প্রতিষ্ঠানটির পক্ষে সাংবাদিকসহ সংশ্লিষ্টরা ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানিয়ে সংক্ষিপ্ত মতবিনিময়ে মিলিত হন।
চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নব নির্বাচিতি কমিটির নেতৃবৃন্দসহ প্যানেলভূক্ত প্রার্থীকে গতকাল সন্ধ্যায় সময়ের সমীকরণ দফতরে আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রনে সাড়া দিয়ে তাৎক্ষণিকভাবে সম্মিলিতভাবে দুটি প্যানেলভুক্ত নেতৃবৃন্দ সময়ের সমীকরণে উপস্থিত হলে প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন স্বাগত জানান। বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের বর্তমান সভাপতি ও নব নির্বাচিত কমিটির নির্বাহী সদস্য প্রবীণ শিক্ষক মাহতাব উদ্দীন, সমিতির নব নির্বাচিত সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম, সহ-সভাপতি শেখ সেলিম, নব নির্বাচিত সাধারণ সম্পাদক শাহ আলম সনি, সহ সাধারণ সম্পাদক আহাদ আলী মোল্লা, দফতর সম্পাদক আলমগীর কবির শিপলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সালাম, কার্যকরি সদস্য আব্দুল মজিদ জিল্লু, তানজির আহমেদ রনি, সনজিত কর্মকার, মফিজুর রহমান প্রমুখ উপস্থিত হন। নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করা হয়। এর আগে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি সরদার আল আমিন, সহ সভাপতি কামাল উদ্দীন জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক পদপ্রার্থী রাজিব হাসান কচি, সহ সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, দফতর সম্পাদক রিফাত রহমান, কার্যকরি সদস্য রফিক রহমানকে ফুল দিয়ে অভিনন্দিত করা হয়। এ সময় নেতৃবৃন্দে আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে সরদার আল আমিন-রাজিব হাসান কচি প্যানেলকে নির্বাচিত করার লক্ষে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানানো হয়। এছাড়া নব-নির্বাচিত সভাপতি নবীন সাংবাদিকদের পেশাগত উৎকর্ষতা মেলে ধরার পরিবেশ গড়ে তোলার বিষয়ে সচেষ্ট হবেন বলে প্রতিশ্রুতি দিয়ে বলেন, সাংবাদিকতা পেশায় যারা আগ্রহী হয়ে এসেছেন, আসছেন তাদের সকলকেই নিজস্ব প্রতিভা বিকাশের মাধ্যমে উজ্জ্বলতা ছড়াতে হবে। যে উজ্জ্বলতার কাছে ম্লান হবে সকল অন্ধকার। এক প্রশ্নের জবাবে সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের নব নির্বাচিত সাধারণ সম্পাদক সকলকে সংবাদ পরিবেশনে ইতিবাচক দৃষ্টিভঙ্গি মেলে ধরার পরামর্শ দেন। তিনি বলেন, এ জন্য দরকার বেশি বেশি করে সংবাদ পড়া।
এদিকে গতকাল দুপুরে চুয়াডাঙ্গা পান্না সিনেমাহল প্রাঙ্গণে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক এফবিসিসিআই পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা, পরিচালক রিপনুল হাসানসহ তারাদেবী ফাউন্ডেশনের তরফে ফুল দিয়ে অভিনন্দন জানিয়ে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সার্বিক কল্যাণে বিগত দিনের মতোই সহযোগিতার ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুন: ব্যক্ত করেন। একই সাথে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের দাতা সদস্য হিসেবে দিলীপ কুমার আগরওয়ালা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান। এর আগে চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু ফুল দিয়ে সরদার আল আমিনকে অভিনন্দন জানিয়ে বলেন, নতুন কমিটি নিশ্চয় চুয়াডাঙ্গার সার্বিক উন্নয়নে অবদান রাখতে অগ্রণী ভূমিকা পালন করবে বলে বিশ্বাস করি। চুয়াডাঙ্গা চেম্বার সভাপতি পরিচালকদের সাথে নিয়ে প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতিকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানোর সময় বলেন, সরদার আল আমিনসহ সকল সাংবাদিকই চুয়াডাঙ্গা চেম্বারের সাথে রয়েছেন। আমরাও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির সাথে আছি, থাকবো। বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি আশাদুল হক জোয়ার্দ্দার লেমন ফুল দিয়ে অভিনন্দন জানিয়ে বলেন, নব নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা স্বাগতম।
চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণের দিন নির্ধারণ করা হয় ৩০ ডিসেম্বর। এদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গোপন ব্যালটে ভোট গ্রহণের কথা থাকলেও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের ১৩টি পদের প্রতিটিতেই একজন করে বৈধ প্রার্থী চূড়ান্ত হওয়ায় সকলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। তবে চুয়াডাঙ্গা প্রেসক্লাব নির্বাচনে সভাপতিসহ ১২টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও শুধু সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এ পদে রাজীব হাসান কচির প্রতিদ্বন্দ্বিতা করছেন এমএ মামুন।