স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা বড় মসজিদপাড়ায় ফাহিম স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ৭টায় এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় বড় মসজিদপাড়া একাদশ’র অপূর্ব-নাহিদ জুটি বনাম ব্রাদার্স একাদশ আকিব-নাসিম জুটির মধ্যে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ২-০ সেটে ব্রাদার্স একাদশের আকিব-নাসিম জুটিকে পরাজিত করে বড় মসজিদপাড়া একাদশের অপূর্ব-নাহিদ জুটি জয়লাভ করে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চুয়াডাঙ্গা পৌর কাউন্সিলর শেখ গোলাম মোস্তফা মাস্তার, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি রুবাইত-বিন-আজাদ(সুস্থির), শরীফ ট্রেডিং এজেন্সির চেয়ারম্যান যুবলীগ নেতা বিপুল শরীফ, চুয়াডাঙ্গা জেলা যুবলীগ নেতা দেলোয়ার হোসেন দীপু, বঙ্গবন্ধু প্রজন্ম লীগের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুম, চুয়াডাঙ্গা জেলা ফুটবল দলের অধিনায়ক সোহেল রানা, যুবলীগের সাধারণ সম্পাদক রাসিদ। ফাহিম স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লিখন, রোজ, মুস্তাফিজ ও ইসমাইল।