দামুড়হুদার দর্শনা জয়নগর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক
দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর চেকপোস্ট সীমান্ত দিয়ে ফরিদ ফকির (২৯) নামের এক যুবককে বিজিবির কাছে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামের সাত্তার ফকিরের ছেলে। দীর্ঘ ২ বছর ৩ মাস কারাভোগের পর গতকাল রোববার দুপুর ১২টার দিকে সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলারের কাছে দু’দেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠক শেষে তাকে ফেরত দেয়া হয়। দর্শনা চেকপোস্ট ইমিগ্রেশন ইনচার্জ এসআই মাহবুবুর রহমান জানান, ২০১৬ সালের ২০ জানুয়ারি সকালে ফরিদ দিনাজপুর জেলার হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাকে আটক করে। পরে তার বিরুদ্ধে বিএসএফ মামলা দায়ের পূর্বক তাকে থানায় সোপর্দ করে। থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে আদালতের বিজ্ঞ বিচারক তাকে বিরামপুর সেন্ট্রাল কারাগারে প্রেরণের আদেশ দেন। দীর্ঘ ২৩ কারাভোগের পর গতকাল রোববার তাকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেয় বিএসএফ। পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন দর্শনা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই শেখ মাহবুবুর রহমান, দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার তোফাজ্জেল হোসেন, হাবিলদার হাবিব এবং ভারতের পক্ষে গেদে বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি ভগত সিং, ভারতীয় চেকপোস্ট ইমিগ্রেশন কর্মকর্তা এসআই প্রধান সিং ও এসআই রাতুল কুমার প্রমুখ। দামুড়হুদা মডেল থানার ওসি আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাকে গতকালই তার পরিবারের লোকদের কাছে হস্তান্তর করা হয়েছে।