দলীয় প্রার্থীকে জয়যুক্ত করে খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করুন
স্টাফ রিপোর্টার : আগামী ২৮ ডিসেম্বর জীবননগর উথলী ইউপি নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের পক্ষে ব্যাপকগণ সংযোগ ও পথসভা করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির উপকোষাধ্যক্ষ চুয়াডাঙ্গা জেলা বিএনপির ১নং যুগ্ম-আহবায়ক মাহমুদ হাসান খান বাবু। তিনি গতকাল রোববার দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত উথলী ইউনিয়নের উথলী মোল্লাবাড়ি, মৃগমারী, সেনেরহুদা, একতারপুর, সন্তোষপুর, রথিরামপুর এবং সিংনগরসহ পুরো নির্বাচনী এলাকার মহল্লায়-মহল্লায় গণসংযোগ ও পথসভা করেন। শ’শ’ নেতাকর্মী কেন্দ্রীয় নেতার সাথে গণসংযোগে অংশ নেন। তিনি বলেন, উথলী ইউনিয়ন ধানের শীষের ঘাঁটি। নির্বাচনে পরাজয়ের ভয়ে ক্ষমতাসীনরা বিভিন্ন অজুহাত দেখিয়ে প্রায় ১৪ বছর ভোট বন্ধ রেখেছিলো। দলীয় নেতাকর্মীসহ এলাকার ভোটাররা ভোট দেয়ার জন্য প্রস্তুত আছেন। তিনি ইউনিয়নের ভোটারদের উদ্দেশে বলেন, আমি বিশ্বাস করি আগামী ২৮ ডিসেম্বর ধানের শীষ প্রতীকের প্রার্থীকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। তিনি দলীয় নেতাকর্মীদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে বলেন, আগামী ২৮ ডিসেম্বর সকাল থেকে বিকেল পর্যন্ত আপনারা খেয়ে না খেয়ে দলীয় ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করুন। বিজয় আমাদের সুনিশ্চিত। তিনি সকল নেতাকর্মীকে সজাগ থাকার আহ্বান জানিয়ে আরও বলেন, ক্ষমতাসীনরা যেন জোর করে ভোট দিতে না পারে সে জন্য ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। জয় আমাদের হবেই হবে ইনশাল্লাহ। আপনারা দলীয় প্রার্থী আবুল কালাম আজাদকে বিপুল ভোটে জয়যুক্ত করে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন।
গণসংযোগকালীন সাথে ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ^াস, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান খোকন, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল হাসান তনু, দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান মালিতা, হাউলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ, জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবির, সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, সাবেক পৌর কাউন্সিলর আব্দুর রশিদ, দর্শনা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বুলেট, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল্লাহ, সম্পাদক আশরাফুল ইসলাম বিপ্লব, সীমান্ত ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, বর্তমান চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন, সাধারণ সম্পাদক ওসমান গনি, চুয়াডাঙ্গা জেলা যুবদলের (একাংশের) আহ্বায়ক খালিদ মাহমুদ মিল্টন, সদস্য সচিব সাইফুর রশিদ ঝন্টু, জেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফ-উর-জামান সিজার, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ফিরোজ সরোয়ার রোমান, যুগ্ম-আহ্বায়ক রাজীব খান, শাহাজাহান খান, মোমিনুর রহমান মমিন, দর্শনা পৌর যুবদলের সাধারণ সম্পাদক নাহারুল ইসলাম, যুবদল নেতা জালাল উদ্দীন লিটন, জাহান আলী, বিএনপি নেতা বদর উদ্দীন বাদল, হাসাদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল উদ্দীন সিদ্দিকি, বাঁকা ইউনিয়ন বিএনপির সভাপতি মুন্সি আবুল কাশেম, সহসভাপতি শরিফ উদ্দীন দারা, কেন্দ্রীয় শ্রমিকদল নেতা নবী চৌধুরী, পুত্র সোহাগ চৌধুরী, আন্দুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোনা, সাংগঠনিক সম্পাদক আজিম খান, মহিলা নেত্রী পেয়ারা বেগম, উথলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা, সাবেক ইউপি মেম্বার ইউনুচ আলী, বর্তমান মেম্বার মাহাতাব আলী, রায়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, যুবদল নেতা রফিউল আলিম, আরিফুজ্জামান আরিফ, মজিবর, বাবু, রুপমিয়া মেম্বার, বিশারত বাবু, আ. মান্নান, খাদিমুল ইসলাম খোকন, দামুড়হুদা উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, রানা, জীবননগর উপজেলা ছাত্রদল নেতা আনোয়ার হোসেন আনার, আজমত, ইকতা, সরোয়ার, মিঠু, আলফাজ, মনির, মিল্টন, হাসু, লিপ্টন, অমিত খান, সোহাগ প্রমুখ।