চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী ও সাধারণ ছাত্র-ছাত্রীদের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেছেন, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছে, সেখানে প্রতিবন্ধীরাও স্বাভাবিক মানুষের সাথে তাল মিলিয়ে এড়িয়ে যাচ্ছে। প্রতিবন্ধী শিশুদের একীভূত শিক্ষার পাশাপাশি বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করিয়ে মেধার বিকাশ ঘটাতে হবে। প্রতিবন্ধী ও সাধারণ ছাত্র-ছাত্রীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি এনজিওরা যেমন প্রতিবন্ধীদের উন্নয়নে ভূমিকা রাখছে, পরিবারকেও তাদের উন্নয়নে ভূমিকা রাখতে অনুরোধ করেন।
প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে, ডিআরআরএ ও এলএফ নেদারল্যান্ডসের সহযোগিতায় প্রতিবন্ধী ও সাধারণ ছাত্র-ছাত্রীদের নিয়ে গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়মাঠে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। দুপুর ১২টার দিকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নুর হোসেন, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন, পুলিশ সুপারের প্রতিনিধি এসআই শামিমা খাতুন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিনিধি রাজিবুল হাসান প্রমুখ। প্রতিবন্ধী ও সাধারণ ছাত্র-ছাত্রীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ফুরকান আহম্মেদ ও চুয়াডাঙ্গা একাডেমির ক্রীড়া শিক্ষক ফিরোজ আহম্মেদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রত্যাশার সহসমন্বয়কারী আরিফুর রহমান। সহযোগিতায় ছিলেন প্রকল্পের কো-ওয়ার্কার আসাদুজ্জামান ও মহিবুল হাবীব।