ঝিনাইদহ কালীগঞ্জের পিরোজপুরে দুর্ঘটনা : চুয়াডাঙ্গার কলোনীপাড়ায় শোক
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে তেলবাহী লরির পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাস হেলপার শাহিন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০জন। গতকাল শনিবার বেলা ৩টায় কালীগঞ্জ উপজেলার পিরোজপুর বটতলা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ঘটনাস্থলে পৌঁছে আহতদের খোঁজ খবর নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে কালীগঞ্জ অভিমুখে শাপলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ময়মনসিংহ-জ-১১-০০০৩) ও মজুমদার পেট্রোলিয়ামের একটি তেলবাহী লরি আসছিলো। এসময় পিরোজপুর ভাগাড় নামকস্থানে পৌঁছুলে বাসটি তেলবাহী লরিটিকে ওভারটেক করতে গিয়ে লরির সাথে ধাক্কা লাগে। এসময় বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছে ধাক্কা লাগে। আর লরিটি ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। ঘটনাস্থলেই বাসের হেলপার শাহিন আলী নিহত হন। বাস হেলপার শাহিন চুয়াডাঙ্গার পৌর এলাকার নুরনগর কলোনীপাড়ার মৃত ইদু শেখের ছেলে। দুর্ঘটনায় কবলিত বাসের যাত্রী লাভলী খাতুন জানান, একটি তেলবাহী ট্যাঙ্ক লরি যশোর থেকে ঝিনাইদহের দিকে যাচ্ছিলো। এ সময় যশোর থেকে কালীগঞ্জগামী শাপলা পরিবহনের যাত্রীবাহী বাসটি দ্রুতগতিতে অতিক্রম করার সময় তেলবাহী লরির পেছনে ধাক্কা মারে। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে লরি ও বাস রাস্তার দু’পাশে পড়ে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সম্পা মোদক জানান, আমাদের এখানে আহত অবস্থায় ৩জনকে এনেছিলো ফায়ার সার্ভিসের কর্মীরা। এদের মধ্যে গাড়ির হেলপার শাহিন মারা গেছেন। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় কালীগঞ্জ উপজেলার খামারাইল গ্রামের আন্দাজ আলী (৫০) ও রায়গ্রামের রুপা ভট্টাচার্যকে। এরমধ্যে রুপা ভট্টাচার্যের অবস্থা ভালো না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার করা হয়। ঘটনাস্থল থেকে বারোবাজার হাইওয়ে থানার সার্জেন্ট মনির হোসেন জানান, এ দুর্ঘটনায় যাত্রিবাহী বাসের প্রায় ২০ যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে। গুরুতর অবস্থায় গাড়ির হেলপারকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার খবর পেয়ে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার, উপজেলা চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠা-ু ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে নিহত বাস হেলপার শাহিনের বাড়িতে খবর পৌঁছুলে স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়েছে। শাহিন দু’ছেলে ও এক মেয়ের জনক। সবার বড় মেয়ে শিলা খাতুন বিবাহিত। দু’ছেলের মধ্যে বড় ছেলে সায়মুন (১১) একটি গ্যারেজে কাজ করে এবং ছোট ছেলে শামিম (৮) স্থানীয় স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র। শাহিনের লাশ গতকাল শনিবার রাতেই দাফনের প্রক্রিয়া করা হয়।