যশোর প্রতিনিধি: যশোরে সন্ত্রাসীর লক্ষ্যভ্রষ্ট গুলিতে টিপু সুলতান (২২) নামে এক দোকানদার নিহত হয়েছেন। গতকাল শনিবার বেলা ১১টার দিকে শহরের টিবি ক্লিনিক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত টিপু সুলতান শহরের টিবি ক্লিনিক মোড়ের মোহাম্মদ আলীর ছেলে। তিনি সিঙ্গারা-পুরির দোকানদারি করতেন।
ঘটনার সত্যতা স্বীকার করে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন শিকদার জানান, এক সন্ত্রাসী দল আরেক সন্ত্রাসীকে মারতে গিয়েছিলো। তাদের ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে দোকানি টিপুর গায়ে লাগলে তিনি মারা যান। হাসপাতালে নিহতের মা ডালিম খাতুন জানান, অন্যদিনের মতো গতকাল শনিবারও সিঙ্গারা-পুরি বিক্রি করছিলো টিপু। এ সময় ওই দোকানে বসেছিলেন একাধিক মামলার আসামি ‘সন্ত্রাসী’ সোহেল ওরফে ট্যাবলেট সোহেল। তখন দুইটি মোটরসাইকেলযোগে কয়েকজন সন্ত্রাসী এসে সোহেলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে টিপুর বুকে বিদ্ধ হয়। এ সময় পালিয়ে যায় সোহেল। সন্ত্রাসীরাও মোটরসাইকেলে চেপে ষষ্ঠীতলাপাড়ার দিকে চলে যায়। স্থানীয়রা টিপুকে হাসপাতালে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে টিপুর দোকানে বসে থাকা ট্যাবলেট সোহেলকে খুন করতে দুইটি মোটরসাইকেলে চেপে টিবি ক্লিনিক এলাকায় গিয়েছিল সন্ত্রাসী শুভ, শিশির, ইয়াসিনসহ ৫ জন। তারা গুলি করলে দোকানি টিপুর বুকে বিদ্ধ হয়।