দৈনিক মাথাভাঙ্গার আয়োজনে কার্পাসডাঙ্গায় রাত্রিকালীন প্রীতি ফুটবলের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় দৈনিক মাথাভাঙ্গার আয়োজনে রাত্রিকালীন প্রীতি ফুটবল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাত ৮টার সময় কার্পাসডাঙ্গা ফুটবলমাঠে কার্পাসডাঙ্গা একাদশ ও বয়রা একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় কার্পাসডাঙ্গা একাদশ ৩-১ গোলে বয়রা একাদশকে পরাজিত করে। জয়ী দলের পক্ষে বড় খোকা ২টি ও সাজ্জাদ ১টি গোল করে। খেলায় বড় খোকা সেরা খেলোয়াড় নির্বাচিত হন । খেলাটি পরিচালনা করেন মো. রফিক, রোকন ও সেলিম। ধারাভাষ্যকার হিসেবে ছিলেন শামিম চৌধুরী। দামুড়হুদা উপজেলা আ.লীগের সহসভাপতি সহিদুল হকের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন দৈনিক মাথাভাঙ্গার কার্পাসডাঙ্গা প্রতিনিধি শরিফ রতন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষক আহম্মেদ আলী, কার্পাসডাঙ্গা কলেজের ক্রীড়া শিক্ষক ও নজরুল স্মৃতি সংসদের সম্পাদক সাইফুল ইসলাম, দৈনিক মাথাভাঙ্গার কুড়ুলগাছি প্রতিনিধি শিক্ষক হাসমত আলী, ভ্রাম্যমাণ প্রতিনিধি মুস্তাফিজ কচি, সাংবাদিক মেহেদী মিলন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান রানা, সম্পাদক সানাউল কবির শিরিন, কার্পাসডাঙ্গা ফাঁড়ির এসআই আসাদুর রহমান, এএসআই আবুল কাশেম ছাত্রলীগ নেতা তুহিন, সুলতান মাহমুদ। কার্পাসডাঙ্গা দলের অধিনায়ক তার বক্তব্যে বলেন কার্পাসডাঙ্গার ইতিহাসে এই প্রথম মাঠে রাত্রিকালীন একটি ম্যাচের আয়োজন করায় দৈনিক মাথাভাঙ্গাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানায়। খেলাটি শ শ দর্শক উপভোগ করে।