দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা প্রেসক্লাবের মাসিকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় দামুড়হুদা প্রেসক্লাব প্রাঙ্গণে সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ওই মাসিকসভা অনুষ্ঠিত হয়। সভায় গঠনতন্ত্র সংশোধন পূর্বক ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা ম-লী গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে (পদাধিকার ভিত্তিতে) চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরকে প্রধান উপদেষ্টা এবং উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসান, দামুড়হুদা মডেল থানার ওসি আকরাম হোসেন এবং আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীনকে উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়। এ ছাড়া ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির পরিবর্তে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদ সৃষ্টি করে ১১ সদস্য বিশিষ্ট করা হয়। সৃষ্ট পদে সর্বসম্মতিক্রমে খাইরুল কবির দিনারকে প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত করা হয়। দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুলের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি মোজাম্মেল শিশির, অর্থ-সম্পাদক শমশের আলী, নির্বাহী সদস্য আব্দুল লতিফ মাস্টার, সদস্য জহির রায়হান সোহাগ, ফজলুর রহমান, শরীফুল ইসলাম, শরীফ উদ্দীন, আব্দুল আলিম, শরীফ রতন, সাজিদ হাসান সোহাগ, রাশিদুল ইসলাম, এসএম সুজন প্রমুখ।