জীবননগর বন্ধু রক্তদান কেন্দ্রের পক্ষ থেকে জেলা প্রশাসক জিয়াউদ্দীনকে ফুলেল শুভেচ্ছা

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাত ও তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জীবননগর বন্ধু রক্তদান কেন্দ্রের সদস্যরা। গতকাল শনিবার সাড়ে ১১টায় জীবননগর দৌলৎগঞ্জ স্থলবন্দর পরিদর্শনকালে এ সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এ সময় খালিশপুরস্থ ৫৮ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল জিল্লুর রহমান, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, বন্ধু রক্তদান কেন্দ্রের উপদেষ্টা জিএ জাহিদুল ইসলাম বাবু, এটিএম মাজেদুল ইসলাম মিল্টন, সভাপতি সামিউল ইসলাম অভি, সাধারণ সম্পাদক মিঠুন মাহমুদ, প্রচার সম্পাদক কাজি সোহেল, সদস্য জামাল হোসেন খোকন, মফিজুল ইসলাম, শাকিব হোসেন রবিন, ঐশ্বর্য্য সাহা প্রমুখ।