জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা প্রশাসনের পক্ষ হতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার রাতে শহরের শীতার্থসহ উপজেলা শাখারিয়ার হতদরিদ্র আদিবাসীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা। শীতের মধ্যে রাতের আঁধারে শীতবস্ত্র পেয়ে হতদরিদ্র এসব মানুষের চোখে-মুখে আনন্দের ঝিলিক ছড়িয়ে পড়ে।
ইউএনও সেলিম রেজা হতদরিদ্র মানুষের সন্ধানে রাতে শীতবস্ত্র বিতরণের জন্য বের হন। এসময় তিনি হতদরিদ্র ও অসহায় খুঁজে বের করে এবং শরীরে কম্বল জড়িয়ে দেন। পরে তিনি শাখারিয়ার আদিবাসী পল্লিতে যান আদিবাসী অসহায় পরিবারের মাঝে কম্বল তুলে দেন। জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমআর বাবু ও সহসম্পাদক জিএ জাহিদুল ইসলাম এসময় তার সঙ্গে ছিলেন।