বাংলাদেশ কৃষক লীগ চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখাভূক্ত ৭ ইউনিয়নে ইউনিয়ন কৃষক লীগ গঠনের লক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বেলা ৩টার দিকে স্থানীয় জেলা পরিষদের ডাক বাংলোয় এ আলোচনাসভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক জনাব মো. আব্দুল মতিন (দুদু)। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগ সভাপতি জনাব গোলাম ফারুক জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির, সাবেক অ্যাড. শফিকুল ইসলাম, সদর থানা কৃষক লীগ যুগ্ম-আহ্বায়ক সাজ্জাদুর রহমান (ঝন্টু), মো. আবু সাইদ ও সদস্যবৃন্দ। সভায় সর্বসম্মতিক্রমে ৭ ইউনিয়নে কৃষক লীগের কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটি গঠন করা হবে যথাক্রমে, (১) মোমিনপুর ইউনিয়ন ৫ জানুয়ারি ২০১৮, আলুকদিয়া ইউনিয়ন ১৫ জানুয়ারি ২০১৮, তিতুদহ ইউনিয়ন ২৫ জানুয়ারি ২০১৮, শঙ্কচন্দ্র ইউনিয়ন ৫ ফেব্রুয়ারি ২০১৮, পদ্মবিলা ইউনিয়ন ১৫ ফেব্রুয়ারি ২০১৮, কুতুবপুর ইউনিয়ন ২৫ ফেব্রুয়ারি ২০১৮ এবং বেগমপুর ইউনিয়ন ৫ মার্চ ২০১৮।
উল্লেখিত ইউনিয়ন কৃষক লীগের অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতার আহ্বান করেছেন সদর থানা কৃষক লীগের আহ্বায়ক জনাব মো. আব্দুল মতিন (দুদু)। প্রেস বিজ্ঞপ্তি