স্টাফ রিপোর্টার: মাস খানেকেরও বেশি দিন ধরে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কে সরাসরি বাস যোগাযোগে সৃষ্ট সঙ্কট নিরসনে বৈঠক বসছে আজ। বাসের যাত্রী লেগুনায় তোলা নিয়ে এক মাস আগে মেহেরপুর ও চুয়াডাঙ্গা বাস শ্রমিকদের মধ্যে সৃষ্ট বিরোধের জের ধরে দুটি জেলার মধ্যে সরাসরি বাস যোগাযোগ বন্ধ রয়েছে।
চুয়াডাঙ্গা মালিক সমিতির অন্তর্ভুক্ত বাস চুয়াডাঙ্গা জেলার সীমানা, মেহেরপুর মালিক সমিতির বাস মেহেরপুর জেলার সীমানায় থেমে যাত্রীদের নামিয়ে দেয়। যাত্রী সাধারণকে মাত্র ২৮ কিলোমিটারের সড়ক পথে দু’দফা বাস বদলে বিড়ম্বার শিকার হতে হয়। এক মাসেরও বেশি সময় ধরে এ সমস্যা জিইয়ে থাকলেও নিরসনের তেমন উদ্যোগই নেয়া হয়নি। তবে গতকাল চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-ট্রাক সড়ক পরিবর্তন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিপন ম-ল বলেছেন, আজ রোববার মেহেরপুরে দু’জেলার বাসমালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সমন্বয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। এ বৈঠকে সমস্যার সমাধান হবে বলে আমরা আশা করছি।