স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের নব নির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদককে গতকাল অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠান ও পেশাজীবীসহ সামাজিক নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। সাংবাদিকদের এ দুটি সংগঠনের একটি পদ ছাড়া বাকি পদগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণার পর থেকেই নব নির্বাচিতদের অভিনন্দন জানানোর ধুম পড়ে। বিশেষ করে ফেসবুকে অভিনন্দনসহ সহযোগিতার প্রতিশ্রুতি পেয়ে নবনির্বাচিত নেতৃবৃন্দ অভিভূত হন।
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর সরদার আল-আমিনকে ফুল দিয়ে অনেকেই স্বশরীরে অভিনন্দন জানান। দামুড়হুদা প্রেসক্লাব নেতৃবৃন্দসহ সাধারণ সদস্যরা গতকাল সন্ধ্যায় সরদার আল-আমিনের কার্যালয়ে ফুলেল অভিনন্দন জানান। দামুড়হুদা প্রেসক্লাবের তরফে ক্লাবটির কার্যালয়ে গতকাল শনিবার দুপুরে বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের নব নির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহ আলম সনিকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, সহ-সভাপতি মোজাম্মেল শিশির, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, অর্থ সম্পাদক শমশের আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক খাইরুল কবির দিনার, সদস্য শরীফ উদ্দীন, আতিয়ার রহমান, শরীফুল ইসলাম, আলীম হোসেন, আব্দুল লতিফ প্রমুখ। এ সময় নব নির্বাচিত নেতৃবৃন্দ দামুড়হুদা প্রেসক্লাবের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে নব নির্বাচিত কমিটির মেয়াদকালে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান।
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সরদার আল আমিন-রাজীব হাসান কচি পরিষদের সভাপতিপদসহ ১২টি পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে রাজীব হাসান কচি ও এমএ মামুন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৩০ ডিসেম্বর চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত গোপন ব্যালটে ভোটগ্রহণ করা হবে। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাড. সোহরাব হোসেন। এ কমিটি গতপরশু শুক্রবার সন্ধ্যায় নির্ধারিত সময়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী দু’প্রার্থীর চূড়ান্ত নামের তালিকা প্রকাশ করেন। এরপর থেকেই নির্বাচিতদের দলমত নির্বিশেষে অভিনন্দন জানান। প্রেসক্লাব সভপতিকে শুধু ফোনেই নয়, ফেসবুকে কয়েকশত ব্যক্তি অভিনন্দন জানিয়েছেন। প্রেসক্লাব’র নব নির্বাচিত সভাপতিও সকলের সহযোগিতা কামনা করেছেন।