মুন্সিগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুর ইউনিয়নের বোয়ালমারী গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে রাতের আঁধারে এক কৃষকের ভুট্টাক্ষেত কেটে দেয়ার অভিযোগ উঠছে। গতপরশু গভীর রাতে দুর্বৃত্তরা গ্রামের মাঠের মধ্যে ১২ কাঠা জমির মধ্যে ৮কাঠা ভুট্টাক্ষেত কেটে দিয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গার বোয়ালমারী গ্রামের মৃত আরশাদ উদ্দিনের ছেলে লিয়াকতের ১২ কাঠা জমির মধ্যে ৮ কাঠা জমির ভুট্টা গাছ সম্পূর্ণ কেটে দিয়ে গেছে। তিনি অভিযোগ করে জানান, গ্রামের মৃত বাদশা ম-লের ছেলে সাকার উদ্দিন ও শুকুর আলী, একই গ্রামের মাদারী ম-লের ছেলে আব্দুল বারিকের সাথে জমি নিয়ে বিরোধ রয়েছে। তারাই শত্রুতামূলকভাবে গতপরশু শুক্রবার গভীর রাতে গ্রামের মরাহাসির মাঠের ভুট্টাক্ষেত কেটেছে বলে সন্দেহ। এ বিষয়ে মোমিনপুর ইউনিয়ন পরিষদের সদস্য মিজানুর রহমান বলেন, সরেজমিনে গিয়ে ভুট্টা গাছ কাটা দেখেছি, কে-বা কারা ভুট্টা কেটেছে সেটা জানি না।