স্টাফ রিপোর্টার: পুর্ব শত্রুতার জেরে চুয়াডাঙ্গা শহরতলির দক্ষিণ গোরস্থানপাড়ার আবুল কাশেমের স্ত্রী আকলিমা খাতুন এবং তার দু মেয়ে নাসিমা খাতুন ও কোহিনুরকে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল সন্ধ্যায় একই এলাকার সাদেক আলীর ছেলে শরীফ ও তার কয়েকজন সহযোগী মিলে তাদেরকে কুপিয়ে জখম করে বলে অভিযোগ করা হয়েছে। আকলিমা খাতুন অভিযোগ করে বলেন, চুয়াডাঙ্গা দক্ষিন গোরস্তান পাড়ায় রত্না নামের একটি মেয়ে ভাড়ায় বসবাস করতো। রেলবস্তি এলাকার শামীম নামের এক ছেলে রত্নাকে পছন্দ করতো। গতমাসে তারা বাসা ভাড়া নিয়ে অন্যত্র চলে যায়। শামীম মনে করতো আকলিমা খাতুন তাকে ফুসলিয়ে অন্যত্র যাওয়ার পরামর্শ দেন। এনিয়ে বেশ কিছুদিন আকলিমা ও শামীমের মধ্যে মন কষাকষির এক পর্যায়ে গতকাল সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শামিমের বন্ধু শরীফ ধারালো অস্ত্রো দায়ের উল্টো পিঠ দিয়ে আকলিমা খাতুন (৪০) তার বড় মেয়ে নাসিমা খাতুন (২৬) ও ছোট মেয়ে কোহিনুরকে (২০) কুপিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয় প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়।