আলমডাঙ্গার হাঁপানিয়ায় নির্বাচনী পথসভায় আসাদুল হক বিশ্বাস

আওয়ামী লীগ সরকার সবসময় দেশ ও জনগণের উন্নয়নে বিশ্বাসী
চুয়াডাঙ্গা-১ আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস নির্বাচনী গণসংযোগ অব্যাহত রেখেছেন। তিনি গতকাল শনিবার দিনব্যাপী শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে ভাংবাড়িয়া ও চিৎলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন এবং বগাদী ও হাঁপানিয়া বাজারে পথসভা করেন। পথসভায় বক্তব্যের শুরুতে তিনি তার নির্বাচনী প্রচারণার ব্যানার কাটা, ছেড়ার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এসব কাজ করে আর ধৈর্যের পরীক্ষা নেবেন না, ধৈর্যের বাঁধ ভাঙ্গবেন না। এছাড়া তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার সবসময় দেশ ও জনগণের উন্নয়নে বিশ্বাসী। বিগত সময়ে বিএনপি-জামায়াত যখন ক্ষমতায় ছিলো, দেশ তখন দুর্নীতিতে বিশ্বের চ্যাম্পিয়ন ছিলো। বর্তমানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার সেই তলানি অবস্থা থেকে দেশের বাণিজ্য ও অর্থনীতিকে উন্নতির চূড়ায় নিয়ে যাওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের এ উন্নয়নের ধারা বজায় রাখতে আবারও নৌকা প্রতীককে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদে মনোনয়নের জন্য এলাকাবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন। গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের দফতর সম্পাদক আবু ছদ্দিন, ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, আলুকদিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শাহিন বিশ্বাস, ভাংবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি রেজাউল হক, ভাংবাড়িয়া ইউনিয়ন ৯নং ওয়ার্ড সভাপতি সোরাব উদ্দিন, সেক্রেটারি সাজিবার রহমান, আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন, আবু সালাম বকুল, মাসুম, মুক্তার, ফারুখ হোসেন, খোদা বকস, সিরাজুল ইসলাম, কোরবান মোল্লা, আবুল কালাম আজাদ, রুবেল, তুহিন, জাহাঙ্গির, সুমন, সবুজ, পলক, সুইট, জুয়েল, টোকন, সাব্বির, আশরাফুল, এমএ গালিব, আশরাফুল, সানোয়ার, অন্তু প্রমুখ।-প্রেসবিজ্ঞপ্তি।