মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার রাজনগর পাবলিক ক্লাবের উদ্যোগে বরকত আলী স্মৃতিতে আরপিএল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে রাজনগর স্কুলমাঠে বরকত আলীর বড় ছেলে ইউপি সদস্য আরমান আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় তিনি উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন। টুর্নামেন্টে ৬টি দল অংশগ্রহণ করেছেন। উদ্বোধনী খেলায় রাজনগর ভিতরপাড়া একাদশ ৮ রানের ব্যবধানে মল্লিকপাড়া একাদশকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে ভিতরপাড়া একাদশ ১৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে মাসুম বিল্লাহ সর্বোচ্চ ৬৮ রান ও জাসুদ ২১ রান করে। জবাবে খেলতে নেমে মল্লিকপাড়া ১৪ ওভারে ৬টি উইকেট হারিয়ে ১৪৯ রান করে। রাজা দলের পক্ষে ৫৭ রান করে। বিজয়ী দলের মাসুম বিল্লাহ ৩ উইকেট পেয়ে ম্যান অব দ্য ম্যাচ হন। উদ্বোধনী টুর্নামেন্ট আ্যাম্পায়ারের দায়িত্ব পালন করেন জহির উদ্দিন ও কোরবান আলী। উদ্বোধনীর অনুষ্ঠানে মাসুদ রানা, ব্যবসায়ী ফারুক হোসেন, সাবদার আলীসহ অনেকে উপস্থিত ছিলেন।