মিরপুরের মালিহাদে দুই আলমসাধুর সংঘর্ষে ৩ যাত্রী গুরুতর জখম

ভ্রাম্যমাণ প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলার সীমান্তবর্তী মিরপুর উপজেলার মালিহাদ সড়কে দুই আলমসাধুর সংঘর্ষে ৩ যাত্রী গুরুতর আহত হয়েছে।
জানা গেছে, গতকাল রাত ৮টায় আলমডাঙ্গা থেকে মিরপুর উপজেলার আবুরী গ্রামের মিনারুল ইসলামের ছেলে আরিফুল ও অন্য যাত্রীরা আলমসাধুযোগে নিজ গ্রাম আবুরী যাচ্ছিলেন। এ সময় অন্য একটি আলমসাধুযোগে একই গ্রামের আবু চৌধুরীর ছেলে শাহীন ও ঠা-ু তাদের নিজ গ্রামে ফিরছিলেন। পথিমধ্যে মালিহাদ গ্রামের কালামের ইটভাটার কাছে পাল্লা দিয়ে একটি মোড় ঘুরতে যেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুই আলমসাধুর সংঘর্ষ হয়। সংঘর্ষে আলমসাধু উল্টে দুই আলমসাধুর যাত্রীর সকলেই মারাত্মক আহত হন। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে হারদী হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে আরিফুলের বাঁ পায়ের গোড়ালি ভেঙে যায়। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করেন।