ঝিনাইদহের মথুরাপুরে জমকালো আয়োজনে ক্রিকেট লিগ সম্পন্ন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মথুরাপুরে জমকালো আয়োজনে ক্রিকেট লিগ খেলা সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মথুরাপুর পশ্চিমপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত যথাযোগ্য মর্যাদায় খেলাগুলো সম্পন্ন হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইদুল করিম মিন্টু, মেয়র, ঝিনাইদহ পৌরসভা। বিশেষ অতিথি ছিলেন মো. মহিউদ্দিন কাউন্সিলর, ৭নং ওয়ার্ড ঝিনাইদহ পৌরসভা। সকালে মহিলাদের বালিশ খেলায় বহ্নি, ময়না, জলি, চামেলী ও মমতাজসহ অনেকে অংশগ্রহণ করার মধ্যদিয়ে দিনব্যাপী খেলার আয়োজন শুরু হয়। অনুষ্ঠানে বলিষ্ঠ হাতে খেলা পরিচালনার করেন মো. তাহিদুজ্জামান। এছাড়াও বালক ও বয়স্কদের মোরগ লড়ায়ে অংশগ্রহণ করেন, সজিব, আদিত্য, হাবিব, বজলু ও মজিবার ম-ল প্রমুখ। বিকেলে ক্রিকেট লিগ খেলায় অংশগ্রহণ করেন মথুরাপুর পশ্চিমপাড়ার রাজু আহাম্মেদ, হিল্লাল হোসেন, শিমুল, তুহিন, সোহেল, ওহিদ, বিপ্লব, রাজন, নয়ন, বাধন, তুষার ও সবুজ প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আজিবর, সিরাজ, হাশেম, জামাল কাজী, দাউদ, জাফর, রবিউল, বিল্লাল, শাহাদত, সনজের, হাবিব চৌধুরী ও সাংবাদিক জাহিদুর রহমান তারিকসহ আরও অনেকে। দিনব্যাপী এ অনুষ্ঠানটির ধারাভাষ্যে ছিলেন ঝিনাইদহ এলাকার বিখ্যাত ধারাভাষ্যকার বজলুর রহমান।

Leave a comment