চুয়াডাঙ্গা ভালাইপুরে তুচ্ছ ঘটনায় যুবক জখম

ভালাইপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার ভালাইপুর মোড়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে রক্তাক্ত আহত। স্থানীরা উদ্ধার করে আহত যুবকের প্রাথমিক চিকিৎসা দেয়। আহত রনি’র পরিবারের লোকজন দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করবেন বলে জানান।
জানা গেছে, গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টায় চুয়াডাঙ্গার ভালাইপুর মোড়ে দামুড়হুদার গোপালপুর গ্রামের পিন্টু রহমানের ছেলে রনি’র মোটরসাইকেলে, আলমডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রামের জৈনক এক ব্যক্তির গায়ে ধাক্কা লাগলে উভয়ই বাগবিত-ায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে কয়রাডাঙ্গা গ্রামের জালা কাজির ছেলে শরিফের নেতেৃত্বে একদল যুবক ধারালো অস্ত্র চাকু ও লাঠিসুটা নিয়ে যুবক রনিকে পিটিয়ে রক্তাক্ত জখম করলে বাজারের লোকজন উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। এ বিষয়ে ভালাইপুর গ্রামের মৃত সাত্তার আলীর ছেলে জহুরুল ইসলাম বলেন, ওই সময় মারামারি ঠেকাতে গেলে, আমিসহ গোপালপুর ও ভালাইপুর গ্রামের কয়েকজনকে পিটিয়ে আহত করে শরিফ গংয়ের লোকজন। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী।