চুয়াডাঙ্গা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন : সেক্রেটারি পদে ভোটগ্রহণ ৩০ ডিসেম্বর

সরদার আলআমিন-রাজীব হাাসন কচি প্যানেল থেকে সভাপতিসহ ১২টি পদে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ৩০ ডিসেম্বর। এ নির্বাচনে সাধারণ সম্পাদক পদ ছাড়া সভাপতিসহ বাকি ১২টি পদে সকল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ১২জনই সরদার আল আমিন ও রাজীব হাসান কচির নেতৃত্বাধীন প্যানেল থেকে নির্বাচিত। গতকাল শুক্রবার রাতে প্রেসক্লাব নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাড. সোহরাব হোসেন এ ঘোষণা দিয়ে বলেন, আগামী ৩০ ডিসেম্বর সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সাধারণ সম্পাদক পদে গোপন ব্যালটে ভোটগ্রহণ করা হবে। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০১৭ (মেয়াদ ২০১৮-১৯)’র ঘোষিত তফশিল অনুযায়ী গতপরশু বৃহস্পতিবার ছিলো মনোনয়নপত্র গ্রহণ ও দাখিলের নির্ধারিত দিন। এ দিনে প্রার্থীরা উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেন। গতকাল শুক্রবার ছিলো মনোনয়নপত্র প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের দিন। এ দিনে নির্বাচন পরিচালনা কমিটি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে। সভাপতি দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক সরদার আল আমিন, সহসভাপতি-দৈনিক ইনকিলাবের চুয়াডাঙ্গা প্রতিনিধি কামাল উদ্দীন জোয়ার্দ্দার, সহসাধারণ সম্পাদক এসএটিভি ও দৈনিক নয়া দিগন্তের চুয়াডাঙ্গা প্রতিনিধি বিপুল আশরাফ, অর্থ সম্পাদক এশিয়ান টিভি ও দৈনিক সংবাদের চুয়াডাঙ্গা প্রতিনিধি আব্দুস সালাম, সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক একুশে টিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি আতিয়ার রহমান, ক্রীড়া সম্পাদক দৈনিক নওরোজের চুয়াডাঙ্গা প্রতিনিধি ইসলাম রকিব, দফতর সম্পাদক জিটিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি রিফাত রহমান এবং কার্যকরী সদস্য দৈনিক ইত্তেফাকের চুয়াডাঙ্গা প্রতিনিধি ও দৈনিক পশ্চিমাঞ্চলের সম্পাদক আজাদ মালিতা, মাছরাঙা টিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি ফাইজার চৌধুরী, এটিএন বাংলা ও এটিএন নিউজের চুয়াডাঙ্গা প্রতিনিধি রফিক রহমান, দৈনিক সময়ের সমীকরণের সম্পাদক শরিফুজ্জামান শরীফ ও দৈনিক আমাদের সংবাদের সম্পাদক রুহুল আমীন রতন।
তবে, দৈনিক জনকণ্ঠ এবং চ্যানেল আইয়ের চুয়াডাঙ্গা প্রতিনিধি রাজীব হাসান কচি ও একাত্তর টিভির এমএ মামুন সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করায়, সাধারণ সম্পাদক কে হচ্ছেন তা জানতে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।