কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাত এক ডাকাত নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ১টা ওয়ান শুটার গান, ২টা পাইপগান, ১টা রামদা, ১টা ছুরি, ১টা চাইনিজ কুড়াল, ১রাউন্ড শুটারগানের গুলি ও ২ রাউন্ড পাইপগানের গুলি ও বেশকিছু মোটা দড়ি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের ৪ সদস্য আহত হয়েছে। শুক্রবার ভোররাত ৪টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ি সড়কের সিটি কলেজের সামনে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
কুষ্টিয়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ছাব্বিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে কুষ্টিয়া-রাজবাড়ি সড়কে গাছের সাথে তার বেঁধে একদল ডাকাত ডাকাতির চেষ্টা করছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ও কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি যৌথ টিম সেখানে অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশের ওপর গুলিবর্ষণ করে। এতে পুলিশও পাল্টা জবাব দিলে দুপক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ বন্দুকযুদ্ধ চলে। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় অজ্ঞাত এক ডাকাতকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ওই ডাকাতের নাম পরিচয় পুলিশ জানতে পারেনি।