মাথাভাঙ্গা মনিটর: উগান্ডায় খেলতে গিয়ে বিপাকে পড়েছেন পাকিস্তানি ক্রিকেটার। পারিশ্রমিক না পাওয়ায় এখন দেশেও ফিরতে পারছেন না সাঈদ আজমল, ইয়াসির হামিদ ও ইমরান ফরহাদ।
উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত টি-টোয়েন্টি লিগে খেলতে যান পাকিস্তানের এই তিন ক্রিকেটার। তবে স্পন্সর কোম্পানি অর্থায়নের প্রতিশ্রুতি থেকে সরে দাঁড়ানোর কারণে লিগটি শেষ পর্যন্ত মাঠে গড়ায়নি। লিগ বাতিল হলেও পাকিস্তানের তিন ক্রিকেটার চুক্তির ৫০ শতাংশ অর্থ দাবি করেন। তবে আয়োজকরা কোনো অর্থ দিতে অপারগতা প্রকাশ করায় বিপাকে পরেন সাঈদ আজমলরা। অর্থের কারণে দেশেও ফিরতে পারছেন না তারা।
এ প্রসঙ্গে সাঈদ আজমল এক বিবৃতিতে বলেন, ‘অর্থ উপার্জনের লক্ষ্যে আসলেও এখন নিজেদের পকেটের টাকা খরচ করে থাকা-খাওয়া করতে হচ্ছে। দেশে ফিরতে হবে নিজের টাকা খরচ করে। আমরা পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং পাকিস্তান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছি। আশা করা যায় আজ শনিবার দেশে ফিরতে পারবো।
পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, বিষয়টি নিয়ে তারা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দ্বারস্থ হবেন।