স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা আলফাজ উদ্দিন স্মৃতি ফুটবলে দৌলাতদিয়াড় একাদশ ৫-১ গোলে আলমডাঙ্গা উসমানপুর ইলেভেন স্টার ক্লাবকে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা টাউন ক্লাব ফুটবলমাঠে অনুষ্ঠিত খেলার প্রথমার্ধে দৌলাতদিয়াড় একাদশ ৩-০ গোলে এগিয়ে ছিলো। দ্বিতীয়ার্ধে দৌলাতদিয়াড় একাদশ আরও দুটি গোল করে ব্যবধান বাড়ায়। অবশ্য দ্বিতীয়ার্ধে ইলেভেন স্টার ক্লাব ১টি গোল করে ব্যবধান কিছুটা কমায়। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের বাদশা। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ অনূর্র্ধ্ব-১৯ ফুটবল দলের সাবেক গোলরক্ষক আবীর হাসান জোয়ার্দ্দার, সাবেক কৃতি ফুটবলার মাহমুদুল হক লিটন, বাংলাদেশ অনূর্র্ধ্ব-২০ ফুটবল দলের সাবেক ফুটবলার মুরাদ ফেরদৌস, চুয়াডাঙ্গা জেলা দলের সাবেক ফুটবলার রেজাউল হক জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য হ্যান্ডবল কোচ মেহেরুল্লাহ মিলু ও ডিএফএ সদস্য হামিদুল ইসলাম সন্টু। মিনিস্টার মাইওয়ান ফ্রিজের পক্ষ থেকে ম্যান অব দ্য ম্যাচ ও মন্ডল স্পোর্ট রয়েল পার্ট অ্যান্ড কুরিয়ার সার্ভিসের পক্ষ থেকে ফুটবল এবং ক্রেস্ট উপহার দেয়া হয়।
আজ একই মাঠে চিৎলা গোবিন্দহুদা ফুটবল একাডেমির মুখোমুখি হবে দামুড়হুদা স্পোর্টিং ক্লাব।
আলফাজ উদ্দিন স্মৃতি ফুটবলের দ্বিতীয় রাউন্ডের খেলায় চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড় একাদশ জয়ী
