স্টাফ রিপোর্টার: আকস্মিক নিম্নচাপ ও বাংলাদেশ গেমসের বাছাই কার্যক্রমের জন্য আলফাজ উদ্দিন জোয়ার্দ্দার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের খেলাগুলো সাময়িক বন্ধ ছিলো। আজ থেকে আবারও শুরু হচ্ছে অবশিষ্ট খেলাগুলো। আজ দুপুর ২টা ১৫ মিনিটে চুয়াডাঙ্গা টাউন ক্লাব ফুটবলমাঠে চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড় একাদশ ও উসমানপুর ইলেভেন স্টার ক্লাবের মধ্যে দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।