নিজের তৈরি হেলিকপ্টার উড্ডয়নে বাঁধভাঙা উল্লাস

ইবি’র বলরামপুরের দরিদ্র স্কুলছাত্র তথা ক্ষুদে বিজ্ঞানীর আকাশ ধরার সাধ

কেএ মান্নান:  কুষ্টিয়া ইবি’র বলরামপুর গ্রামের দরিদ্র স্কুলছাত্র তথা ক্ষুদে বিজ্ঞানীর আকাশ ধরার সাধ পূরণের পথে। মাত্র ৩মাসের নিরন্তর প্রচেষ্টায় এ ক্ষুদে বিজ্ঞানী তৈরি করেছে হেলিকপ্টার। ইতোমধ্যেই হেলিকপ্টারটির উড্ডয়ন পরীক্ষায় সফলতার সাথেই উড়তে দেখে গ্রামবাসী বেশ উল্লাসিত হয়েছেন।

হেলিকপ্টারটি ছোট পরিসরে খেলনা হিসেবে তৈরি । হেলিকপ্টারটির উড্ডয়ন নিয়ন্ত্রণ কম্পিউটার কিবোর্ডে সংযোজিত যন্ত্রাংশ দিয়ে নির্মিত। এ ব্যাপারে ক্ষুদে বিজ্ঞানী মিনারুল জানান,  সম্প্রতি এ গ্রামের ছেলে রাজস্ব মন্ত্রণালয়ের সচিব ড. আব্দুর রউফ হেলিকপ্টারে গ্রামের মাঠে নামেন।  ক্ষুদে এ বিজ্ঞানীর  চিন্তা ও চেতনা হেলিকপ্টার তৈরিতে পেয়ে বসে। বাড়িতে শোয়ার ঘরে শুরু হয় বৈজ্ঞানিক ল্যাবে গবেষণা। এ সময় একটা ভাবনায় তাকে আরও বেশি উদ্যোমী করে। এ তো মানুষের হাতেই তৈরি, সেই মানুষ কেন পারবে না, পারতে হবেই। স্কুলছাত্র ক্ষুদে বিজ্ঞানীর জোর দাবি সে পেরেছে। দরিদ্র ঘরের ছেলে এ ক্ষুদে বিজ্ঞানী জানায়, বিত্তবানদের সহযোগিতা পেলে ২সিট বিশিষ্ট হেলিকপ্টার তৈরি করার ইচ্ছে রয়েছে তার। এ কাজে সরকারি বাধা আসবে কি না, এটাও ভাবছে সে। তবে সরকারি পৃষ্ঠ-পোষকতা পেলে সে উদ্যোমী হয়েই দেশের উন্নয়নে জীবন উৎসর্গ করতে আগ্রহী। কুষ্টিয়া ইবি থানার মনোহরদিয়া ইউনিয়নের বলরামপুর গ্রামের কৃষক এসেম আলীর ছেলে ক্ষুদে বিজ্ঞানী মিনারুল ইসলাম। সে নৃসিংহপুর হাজি উসমান গণি দাখিল মাদরাসার ১০ম শ্রেণির ছাত্র। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় শ’শ’ গ্রামবাসীর উপস্থিতিতে সে তার নিজ হাতে নির্মিত হেলিকপ্টার উড্ডয়নে এলাকাবাসীর কাছে প্রশংসিত হয়।