সাংবাদিক ইসলাম রকিবের নানি আইমানা খাতুনের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা প্রেসক্লাবের ক্রীড়া বিষয়ক সম্পাদক দৈনিক মাথাভাঙ্গা’র স্টাফ রিপোর্টার ইসলাম রকিবের নানি আইমানা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……রাজেউন)। মরহুমার বয়স হয়েছিলো ৯৩ বছর। গতকাল বুধবার ফজরের নামাজের পর সকাল ৬টায় আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৭ কন্যা, নাতি-নাতকুরসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় পারিবারিক কবরস্থানে মরহুমার নামাজে জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন করা হয়। আগামী ৮ জানুয়ারি-২০১৮ ইং তারিখ শুক্রবার মরহুমার নিজ বাড়ি জগন্নাথপুরে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। ওই দোয়া ও মিলাদ মাহফিলে মরহুমার নিকট আত্মীয়দের শরিক থাকতে আহ্বান জানিয়েছেন তার নাতি সাংবাদিক ইসলাম রকিব।