স্টাফ রিপোর্টার: নিরাপদ সড়ক চাই-নিসচা চুয়াডাঙ্গা জেলা শাখার বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে নিসচা জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী ২০১৮-১৯ মেয়াদে চুয়াডাঙ্গা শাখার কার্যকরী পরিষদ গঠন এবং সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
নিসচা চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাড. আলমগীর হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাবুদ সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা শাহ আলম সনি, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক শামীম হোসেন, দুর্ঘটনা ও গবেষণা বিষয়ক সম্পাদক হোসেন জাকির, মহিলা বিষয়ক সম্পাদক নুরুন্নাহার কাকলী, সহ-সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, যুব বিষয়ক সম্পাদক শামীম হোসেন বিপ্লব ও সদস্য মামুন হোসেন। সভাপতি অ্যাড. আলমগীর হোসেন সভায় উপস্থিত সকলের উদ্দেশে জানান, ২০১৮-১৯ মেয়াদের জন্য চুয়াডাঙ্গা শাখার কার্যকরী পরিষদ গঠন করে আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে পাঠাতে হবে। কমিটি হবে ৩৯ সদস্যের। সভাপতি বিগত কমিটির সকল সদস্যকে আগামী শনিবার সন্ধ্যা ৬টায় নিরাপদ সড়ক চাই চুয়াডাঙ্গা জেলা শাখার কার্যালয়ে উপস্থিত থাকতে অনুরোধ করেছেন। একই সাথে নতুন যারা আগ্রহী তাদেরকে উপস্থিত থাকতে বলা হয়েছে।
প্রসঙ্গত ১৯৯৩ সালের ২২ অক্টোবর সড়ক দুর্ঘটনায় নায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় নিহত হন। ওই ঘটনায় শোকাহত ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক চাই নামের সংগঠন প্রতিষ্ঠা করেন। চলতি বছর থেকে সরকারিভাবে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালন শুরু হয়েছে।