চুয়াডাঙ্গা মোমিনপুরের বাল্যবিয়ের ছাদনাতলায় হাজির পুলিশ : ভ্রাম্যমাণ আদালত
স্টাফ রিপোর্টার: নাবালিকা মেয়ের বিয়ের আয়োজন করে ১ মাসের বিনাশ্রম কারাদ-াদেশ নিয়ে জেলখানায় বন্দি হয়েছেন চুয়াডাঙ্গা আমিরপুরের ইদবার আলী (৪৩)। গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গা সদর থানার সহযোগিতায় সদর উপজেলা নির্বাহী অফিসার তথা উপজেলা নির্বাহী অফিসার ওয়াশিমুল বারীর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ কারাদণ্ডাদেশ দেন।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুর ইউনিয়নের আমিরপুর গ্রামের জুলমত আলীর ছেলে ইদবার আলীর মেয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। অপ্রাপ্ত বয়সেই তাকে বিয়ে দিচ্ছে বলে খবর পায় চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর তোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। বিয়ের আয়োজনের প্রমাণ পেয়ে প্রাথমিক জ্ঞিাসাবাদ করেন। কনের পিতাকে আটক করেন। উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সরকারি আদেশ অমান্য করে বাল্যবিয়ের আয়োজন করায় দণ্ডবিধির ১৮৮ ধারায় দোষী সাব্যস্ত করে ইদবার আলীকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
প্রসঙ্গত: মেয়ের বয়স ১৮ বছরের কম হলে তাকে বিয়ে দেয়া বারণ। সরকারি এ নিষেধাজ্ঞা অমান্য করে বিয়ের আয়োজন করলেই শাস্তি।